Site icon Jamuna Television

খিলগাঁওয়ে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে তিলপাপাড়ার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী উপ-পরিদর্শক বজলুর রশিদ পুলিশের বিশেষ শাখায় কর্মরত রয়েছেন। আত্মহত্যার বিষয়ে পরিবার থেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ।

তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত নীলা আখতারের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগরে। সংসারে তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এটিএম/

Exit mobile version