Site icon Jamuna Television

লিবিয়ায় সংঘর্ষে নিহত ১২

ছবি: সংগৃহীত

আবারও রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়েছে লিবিয়ায়। শনিবার (২৭ আগস্ট) রাজধানী ত্রিপোলিতে সংঘর্ষে নিহত হয় কমপক্ষে ১২ জন। আহত হয়েছে আরও ৮৭ জন।

ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন পক্ষের গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয় শহরটি। সরকারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে জড়ায় পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রশাসনের অনুগতরা। টানা গুলি বিনিময়ে বহু বেসামরিক হতাহতের ঘটনা হয়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, যানবাহন। ত্রিপোলির কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে নতুন প্রধানমন্ত্রী ফাথি বাশাঘার সমর্থকরা। এখনো শহরের বড় অংশের দখল বিদায়ী প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেহবাহ’র সমর্থকদের হাতে।

দু’বছর তুলনামূলক শান্ত থাকার পর, গত কয়েক সপ্তাহ ধরে আবারও উত্তেজনা বাড়ে লিবিয়ায়। পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফাথি বাশাঘার নাম প্রস্তাব ও দেহবাহকে রাজধানী ছাড়ার নির্দেশনাকে কেন্দ্র করে শুরু হয় দ্বন্দ্ব।

/এনএএস

Exit mobile version