Site icon Jamuna Television

পরীক্ষায় ফেল করতে পারে হবু স্ত্রী, শঙ্কায় স্কুলে আগুন ধরিয়ে দিলো মিসরীয় স্বামী

ছবি: সংগৃহীত

হবু বউয়ের স্কুলে আগুন দেয়ার অভিযোগে মিসরে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের পরীক্ষায় তার বাগদত্তা পাস করবে না বলে জানার পর ২১ বছরের ওই যুবক স্কুলের কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেন।

শনিবার (২৭ আগস্ট) পুলিশের বরাত দিয়ে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই যুবককে চারদিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো তদন্ত শুরু হয়নি। দেশটির প্রসিকিউটর জেনারেল বলেছেন, অভিযুক্ত যুবককে মিসরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলের মেনোফিয়া প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।

ওই যুবক স্বীকারোক্তিতে বলেছেন, চলতি বছরের পরীক্ষায় তার হবু বউ পাস করবে না বলে জানতে পেরেছেন তিনি। পরীক্ষায় পাস না করলে তাদের বিয়ে পিছিয়ে যাবে। আর এ জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে তাকে। বিষয়টি মেনে নিতে না পারায় তিনি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।

/এনএএস

Exit mobile version