Site icon Jamuna Television

মেক্সিকোতে খাল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

প্রায় দুই মাস ধরে নিখোঁজ মেক্সিকান সাংবাদিকের লাশ একটি খাল থেকে উদ্ধার করেছে সেদেশের পুলিশ। শনিবার (২৭ আগস্ট) সিনালোয়ার গভর্নর লুইস গুইলারমো বেনিতেজ টরেস এ তথ্য নিশ্চিত করেন। নিহত সাংবাদিকের নাম ক্যান্ডিদা ক্রিস্টাল ভাজকেজের। খবর রয়টার্সের।

লুইস বলেন, ক্যান্ডিদার লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবার শনাক্ত করেছে। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাজাতলান শহরের একটি খাল থেকে পুলিশ রেডিও সাংবাদিক লাশ উদ্ধার করে। তিনি পেশায় একজন রেডিও উপস্থাপক ছিলেন।

এটিএম/

Exit mobile version