Site icon Jamuna Television

পাকিস্তানে বন্যায় আরও ২৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩ জনের।

খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, করাচিতে তলিয়ে আছে রাস্তাঘাট-বাড়িঘর। খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে তিন লাখের বেশি মানুষকে। বন্যা-ভূমিধসে প্রদেশটিতে আরও ১৪ জন মারা গেছে। নতুন করে ছয়টি বাঁধ ভেঙে যাওয়ায় করাচিতে পানি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৭ আগস্ট) দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।

পাকিস্তানে চলমান বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহত আরও প্রায় দুই হাজার। ক্ষতিগ্রস্ত ৫ কোটির বেশি মানুষ। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ।

/এনএএস

Exit mobile version