Site icon Jamuna Television

নাটোরে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে একটি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। শনিবার (২৭ আগস্ট) ভোরে সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গোয়ালদিঘি কৃষ্ণপুর গ্রামের জামাল হোসেনের ছেলে সোহেল রানা ও সাইফুল ইসলামের ছেলে সবুজ প্রামাণিক। আজ রবিবার সকালে ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার গোয়ালদিঘি কৃষ্ণপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে সোহেল ও সবুজের বাড়িতে তল্লাশি করে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে আকার আকৃতি পরিবর্তন করে তা বিক্রি করতো। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version