Site icon Jamuna Television

ব্রাজিলের সবচেয়ে বড় গবাদি পশুর শোতে প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের, এমনকি লাতিন আমেরিকার সবচেয়ে বড় রোডিও বা গবাদি পশুর শোতে অংশ নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। লাখো দর্শকের সাথে সাও পাউলোর ওই আয়োজন উপভোগ করেন তিনি।

মূলত অক্টোবরের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনসংযোগের উদ্দেশ্যে অনুষ্ঠানটিতে যোগ দেন তিনি। সমর্থকদের উদ্দেশে দেন ভাষণ। এসময় দিনটিকে জাতীয় দিবস ঘোষণা করায় বলসোনারোর প্রতি কৃতজ্ঞতা জানান সাও পাউলোর বাসিন্দারা।

এবারের নির্বাচনী দৌড়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভার থেকে পিছিয়ে রয়েছেন বলসোনারো। করোনা মোকাবিলায় ব্যর্থতা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চরম সমালোচিত ডানপন্থী এ নেতা।

/এডব্লিউ

Exit mobile version