Site icon Jamuna Television

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা ইরানের

মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরান। শনিবার এ সফল পরীক্ষা চালানো হয়। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ‘খোরামশা’ উৎক্ষেপনের ভিডিও রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। তবে কোথা থেকে এ পরীক্ষা চালানো হয় তা উল্লেখ করা হয়নি। তেহরান কর্তৃপক্ষের দাবি, এ ক্ষেপণাস্ত্র ১২৪০ মাইল পর্যন্ত যাবে, এমন কি ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে সক্ষম।এটা ইরানের ৩য় এ ধরনের ক্ষেপণাস্ত্র। এই ‘খোরামশা’ ক্ষেপণাস্ত্র টি প্রথমে শুক্রবারে এক মিলিটারি প্যারেডে প্রদর্শন করা হয়। এসময় প্রেসিডেন্ট হাসান রুহানী বলেন, কোন দেশের অনুমতি ছাড়াই ইরান তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়াবে।

ইরানের সাথে পরমানু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার হুঁশিয়ারি দেয়ার পরই এই পরীক্ষা চালানো হলো। ট্রাম্পের অভিযোগ, চুক্তি হলেও ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রেখেছে ইরান।

টিবিজেড/

Exit mobile version