Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জে এক রাতে ১১ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

স্টফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১১টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দুই নাইট গার্ডসহ পাঁচজনকে আম গাছের সাথে বেঁধে রেখে নগদ টাকা, চাউল, গার্মেন্টস, টেলিকম পণ্যসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে প্রায় ১১টি দোকানের তালা কেটে মালামাল নিয়ে গেছে ডাকাতরা। এ সময় গার্মেন্টস, কীটনাশক, টেলিকম পণ্য ও চালের আড়ৎসহ বিভিন্ন দোকান থেকে নগদ টাকা এবং মালামাল নিয়ে লুট করে নিয়ে যায়।

কীটনাশক দোকান মালিক জাকারিয়া জানান, তার দোকানের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার কীটনাশক নিয়ে গেছে ডাকাত দল। গার্মেন্টেস মালিক মনির হোসেন জানান, রাতের ঘটনায় তার গার্মেন্টস দোকানের ক্যাশবাক্স থেকে সাড়ে ৭ হাজার টাকা ও এক লাখ বিশ হাজার টাকার পোশাক নিয়ে গেছে। মানিক টেলিকমের মালিক মানিক জানান, তার টেলিকমের দোকান থেকে কম্পিউটার প্রিন্টার মোবাইলসহ অনেক মালামাল ছিলো। দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার বেশি মালামাল তালা কেটে নিয়ে গেছে ডাকতরা।

চাউল আড়ত মালিক সাইফুল ইসলাম জানান, তার আড়ত থেকে ১৩ বস্তা চাল, মামুনের দোকান থেকে ৭ হাজার টাকা, এছাড়া হামিদ, সুজন, সাদিকুল, তোসাদ্দেক, রাজ্জাক, শাহজাহান ও রুবেলের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

নাইট গার্ড গণেশ কর্মকার বলেন, আমি ও সচিন রাতে গার্ডের দায়িত্বে ছিলাম। রাত আনুমানিক ২টার দিকে ১০/১৫ জনের একটি দল এসে আমাদের চোখ বেধে ফেলে। আমারা দুই নাইট গার্ডসহ আরও তিনজনকে তারা ধরে নিয়ে গিয়ে কিছুটা দূরে আম গাছের সাথে বেঁধে রাখে। তারপর তারা দোকানের মালামাল পিকআপে নিয়ে চলে যায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, শনিবার গভীর রাতে দেওপুরা এলাকার বেশ কয়েকটি দোকানের ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানগুলোর তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার আলামত পেয়েছি। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এটিএম/

Exit mobile version