Site icon Jamuna Television

জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্ল্যান্টে ফের রাশিয়ার হামলা

ইউক্রেনের জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্যান্টে ফের হামলা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) এ নিয়ে পরস্পরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে রাশিয়া-ইউক্রেন। খবর রয়টার্সের।

পুতিন প্রশাসনের দাবি, এদিন স্থাপনাটিতে তিন দফা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। ২৪ ঘণ্টায় ১৭ রাউন্ড গুলি ছোড়ার পাশাপাশি চারটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে পাওয়ার প্ল্যান্টের প্রযুক্তিগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুতিন প্রশাসন।

অপরদিকে, জেলেনস্কি প্রশাসনের অভিযোগ, প্ল্যান্টটিতে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এতে স্পর্শকাতর স্থাপনাটিতে বড় ধরণের বিপর্যয়ের শঙ্কা জানিয়েছে কিয়েভ। এদিকে শনিবার দক্ষিণপশ্চিমাঞ্চলে ইউক্রেনের আরেকটি অস্ত্রাগার ধ্বংসের কথা জানিয়েছে মস্কো। সেখানে উচ্চক্ষমতাসম্পন্ন হাইমার্স রকেট সিস্টেম ছিল বলে দাবি করা হচ্ছে।

এটিএম/

Exit mobile version