Site icon Jamuna Television

বাজারে যাওয়ার জন্য বেরিয়েছিল হৃদয়, ৭ দিন পর ডোবায় মিললো অর্ধগলিত লাশ

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের গোপালপুরে হৃদয় (১৩) নামে এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ। রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামে বাঁশঝাড়ের পাশে একটি ডোবা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলছাত্রের স্বজনের দেওয়া তথ্যে বরাত দিয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ জানান, হৃদয় গত ৭ দিন ধরে নিখোঁজ। গত ২২ আগস্ট সকাল ১০টার দিকে সে শিমলা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

হৃদয়ের বাবা মোস্তফা ভ্যান চালক। নিখোঁজের পর থেকে আত্বীয়স্বজন ও ছেলের বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নেন তিনি। কোথাও ছেলের সন্ধান না পেয়ে গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রোববার দুপুরে স্থানীয় এক ব্যক্তি বাঁশঝাড়ে পাতা সংগ্রহ করতে গিয়ে একটি লাশ ভাসতে দেখেন। পরে লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version