
স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
রংপুরের কাউনিয়ায় সিংহারকুড়া বালিকা দাখিল মাদরাসার ইংরেজি শিক্ষক তাজুল ইসলাম তুহিনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (২৮ আগস্ট) দুপুরে মাদ্রাসার সামনে নব্দিগঞ্জ-মধুপুর সড়কে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বিক্ষুব্ধরা বলেন, শিক্ষক তাজুল ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে মাদ্রাসায় ছাত্রীদের ফেল করিয়ে দেয়ার ভয় দেখিয়ে যৌন হয়রানি করতেন। কমিটির লোকজন জানার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ জানান তারা।
এসময় ছাত্রীদের যৌন হয়রানির চেষ্টাকারী ইংরেজি শিক্ষক তুহিনকে প্রতিষ্ঠান থেকে অপসারণ করে আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান তারা। তা না করা হলে সকল শিক্ষার্থী একসাথে মাদরাসা থেকে টিসি নেবেন বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
/এডব্লিউ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply