Site icon Jamuna Television

‘খালেদা জিয়া সিএমএইচ-এও যেতে রাজি নন’

ফাইল ছবি

খালেদা জিয়া সিএমএইচ-এও চিকিৎসা নিতে রাজী নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি একথা জানান।

এর আগে, চিকিৎসার জন্য খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা করাতে রাজি না হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়ার প্রস্তাব দেয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিএমএইচে যেতেও রাজি না বিএনপি নেত্রী।

মন্ত্রী জানান, খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগত চিকিৎসকদের আনা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা বঙ্গবন্ধু মেডিকেলে করানো সম্ভব। খালেদা জিয়ার প্যারোলের কোনো আবেদন আসেনি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন পেলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিএমএইচ-এ খালেদা জিয়াকে চিকিৎসার প্রস্তাব দেয়ার কথা উল্লেখ করে প্রশ্ন করেন, বিএনপি কী খালেদা জিয়ার চিকিৎসা চায় নাকি রাজনীতি?

অন্যদিকে, খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version