Site icon Jamuna Television

মরে ভেসে উঠলো ফিসারির তিনশো মণ মাছ

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়ায় একটি ফিসারিতে অক্সিজেনের অভাবে মরে ভেসে উঠেছে বিপুল পরিমাণ মাছ। ফিসারির প্রায় তিনশো মণ মাছ মরে ভেসে উঠেছে বলে দাবি করেছেন ওই ফিসারির মালিক।

রোববার (২৮ আগস্ট) সকালে ওই উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং বাজার এলাকায় সাইফুল আলমের ২৫ একর জমিতে একটি ফিসারির মধ্যে এ ঘটনা ঘটে। মালিক সাইফুল আলম বলেন, কেন্দুয়া উপজেলা ফিসারিটি ৩ বছরের জন্য ৫৭ লাখ টাকায় লিজ নেন তিনি। এতে প্রায় ২ কোটি টাকার দেশীয় প্রজাতির পাবদা, গুলসাসহ দেশীয় মাছের চাষ করেছিলেন। কয়েক সপ্তাহের মধ্যেই মাছগুলো বিক্রি করার উপযোগী হওয়ার কথা ছিল। কিন্তু রোববার ভোর থেকে ফিসারিতে প্রচুর মাছ মরে ভাসতে থাকে। এর মধ্যেই হঠাৎ প্রায় তিনশো মণ মাছ মরে ভেসে উঠেছে।

কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাধারণত ৫ পয়েন্ট অক্সিজেন থাকা দরকার হলেও ওই ফিসারির পানিতে অক্সিজেনের মাত্রা ছিল ২.৮ পয়েন্ট। অক্সিজেন স্বল্পতার জন্যই এমন হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version