Site icon Jamuna Television

স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী পিরোজপুরে গ্রেফতার

ছবি: সংগৃহীত।

পিরোজপুর প্রতিনিধি:

স্ত্রী হত্যা মামলায় পিরোজপুরে আলী আজগর আকন্দ (৩৫) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আলী আজগর আকন্দ ওই এলাকার মুকুল আকন্দের ছেলে।

রোববার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল র‍্যাব-৮ ও চট্টগ্রাম র‍্যাব-৭ এর যৌথ অভিযানে জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ
রাজপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত আলী আজগর চট্টগ্রামে রিকশা চালাতেন। সেখানে তার স্ত্রী শিরিন বেগম (৩০) একটি গার্মেন্টসে চাকরি
করতেন এবং ইপিজেট এলাকায় থাকতেন। গত ২৫ আগস্ট পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আলী আজগর তার স্ত্রী শিরিনকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ইপিজেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্বামী আলী আজগর গ্রেফতার এড়াতে সেখান থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় আত্মগোপণ করে। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এস্কেন্দারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় র‍্যাব।

এসজেড/

Exit mobile version