Site icon Jamuna Television

বিশ্বকাপ থেকে প্রায় ৬০ লাখ কোটি টাকা আয় করতে যাচ্ছে কাতার!

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে ৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে যাচ্ছে কাতার, যার বাংলাদেশি মূল্যমান প্রায় ৬০ লাখ কোটি টাকা। এমনটি জানিয়েছেন বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের। খবর গোল ডটকমের।

৩০ লাখ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল কাতার বিশ্বকাপের আয়োজক কমিটি। এরইমধ্যে ২৪ লাখ টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরে আরেক দফা টিকিট বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। সেই সাথে, বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের থাকা, খাওয়া ও আনুসাঙ্গিক বিষয় মিলিয়ে প্রায় ৬ বিলিয়ন ডলার আয় হচ্ছে কাতারের।

এক টুইটার লাইভে এ বিষয়ে কথা বলেন আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের। এছাড়াও একদিন আগে বিশ্বকাপ শুরু করার সিদ্ধান্তের বিষয়েও কথা বলেন তিনি। খেলা দেখতে আসা সমর্থকদের জন্য আবাসনের ব্যবস্থা এবং পরিবহণের জন্য বাস সার্ভিসের কথাও বলেছেন তিনি। দোহা মেট্রো স্টেশন থেকে বিশ্বকাপ ভেন্যুগুলোতে দর্শক সমর্কদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: আর কোনো খেলোয়াড় কিনবে না রিয়াল: আনচেলত্তি

/এম ই

Exit mobile version