Site icon Jamuna Television

খাবার দিতে কেন দেরি? রাগে বিয়ের পিঁড়িতে বসতে চলা মেয়েকেই খুন করলেন বাবা!

ছবি: প্রতীকী

কয়েকদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলা তরুণীকে খুন করলেন বাবা। পুলিশের দাবি, মেয়ে খাবার দিতে দেরি করায় রাগে তাকে খুন করেন বাবা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, নিহতের নাম রেশমা (২১)। ক’দিন পরেই তার বিয়ে হবার কথা রয়েছে। অভিযুক্ত রেশমার বাবা মো. ফরিয়াদ (৫৫)। ফরিয়াদের ছয় সন্তান রয়েছে। এদের মধ্যে আগামী ৬ সেপ্টেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল রেশমার। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

পুলিশের দাবি, খাবার দেয়া নিয়ে বাবা-মেয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। মেয়ে খাবার দিতে দেরি করায় বারবার তাড়া দিচ্ছিলেন ফরিয়াদ। রেগে গিয়ে মেয়েকে কড়া কথাও শুনিয়ে দেন তিনি। তাতে প্রতিবাদ করেন রেশমা। তখনই রাগের মাথায় ধারালো ছুরি দিয়ে মেয়েকে আঘাত করেন ফরিয়াদ। ঘটনাস্থলেই রেশমার মৃত্যু হয়।

ইউএইচ/

Exit mobile version