Site icon Jamuna Television

নামানো গেটের নিচ দিয়েই চলে আসে মোটরসাইকেল, ট্রেনের ধাক্কায় চালক নিহত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় শাহিন হোসেন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আড়ানী রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ২৭ বছর বয়সী নিহত শাহিন হোসেন নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হোসেন নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে যাচ্ছিলেন। পথে আড়ানী রেল ক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহী ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেট নামিয়ে দেওয়া হয়। এর মধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এ সময় গেটে বাঁশ নামানো দেখেও দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেটের নীচ দিয়ে এসে চলন্ত ট্রেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

জেডআই/

Exit mobile version