Site icon Jamuna Television

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

খালেদা জিয়া। ফাইল ছবি।

ছয় দিনের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। জানা গেছে, তাকে ভর্তি করে প্রয়োজনীয় সব পরীক্ষা করার প্রস্তুতি গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতাল নেয়া হয়। সেখানে ইসিজি, ইকো, আল্ট্রাসনোগ্রামসহ রক্তের আরও কিছু টেস্ট করানো হয়। গত ১১ জুন বিএনপি চেয়ারপারসনের হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি রিং বসানো হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রক্তনালীতে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

ইউএইচ/

Exit mobile version