Site icon Jamuna Television

ভারতকে ১৪৮ রানের টার্গেট দিলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যেভাবে হাইফ তৈরি হয়, আজ মাঠের লড়াইটা আসলে সেভাবে হয়নি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাঝারি রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান।

দুবাইয়ে হাই-ভোল্টেজ ম্যাচে বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি মাত্র ১৫ রানে ভেঙ্গে দেন ভারতীয় পেসার ভুবেনশ্বর কুমার। বাবর আজম ফিরে যান মাত্র ১০ রান করে। অপর ওপেনার রিজওয়ান একাই লড়ে গেলেও অপর প্রান্ত থেকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউই।

ইনিংসের ১৫তম ওভারে রিজওয়ান ও খুশদিলকে তুলে নেন দারুন ছন্দে থাকা হার্দিক পান্ডিয়া। দলের হয়ে রিজওয়ান সর্বোচ্চ ৪৩ রান করেন। দুর্দান্ত বোলিংয়ে ভুবেনেশ্বর কুমার তুলে নেন সর্বাধিক ৪টি উইকেট। হার্দিক তুলেছেন ৩টি উইকেট।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে দু’দলেই আছে চমক। রিশাভ পন্তের বদলে দিনেশ কার্তিককে একাদশে রেখেছে ভারত। পাকিস্তানের একাদশে আছেন তিন পেসার নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি।

ইউএইচ/

Exit mobile version