Site icon Jamuna Television

বেনজেমার জোড়া গোলে এসপানিওলকে হারিয়েছে রিয়াল

করিম বেনজেমার জোড়া গোলে এসপানিওলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে গ্যালাক্টিকোরা।

শুরু থেকে নিজেদের দখলে বল রেখে খেলতে রিয়াল মাদ্রিদ। ১২ মিনিটে স্বাগতিকদের গ্যালারি স্তব্ধ করে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। বিরতি যাওয়ার দুই মিনিট আগে হোসে লুইসের গোলে সমতায় ফেরে এসপানিওল।

এরপর রিয়াল মাদ্রিদের সামনে জাগে পয়েন্ট হারানোর শঙ্কা। বেশ কয়েকবার আক্রমণে গেলে ও গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ত্রাতা হয়ে এলেন গ্যালাক্টিকোদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। খেলার ৮৮ ও ৯০ মিনিটে জোড়া গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version