Site icon Jamuna Television

সালমানের কোলে শাহরুখ!

সালমান খানের কোলে বলিউড বাদশা শাহরুখ, কি শুনতে অবাক লাগলেও। এরকমটা দেখা যাবে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জিরো’তে। অনেক দিন থেকেই বলা হচ্ছিল ঈদের আগে চমক রয়েছে বলিউডপ্রেমীদের। আর হলোও সেটা।

আজ মুক্তি পেলো শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ‘জিরো’ সিনেমার টিজার। সেখানে দেখা যায় বামন শাহরুখ একটা সময় সালমান খানের কোলে উঠেন। দুজনের গায়ে ছিলো চামড়ার জ্যাকেট। বক্সিং রিংয়ে দুজনকে নাচতে দেখা যায়।

২০০২ সালে ‘হাম তুমহারে সানাম’ সিনেমায় শেষবারের মতন একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান এবং সালমান খান। এরপর ‘ওম শান্তি ওম’, ‘টিউবলাইট’সহ কিছু সিনেমার গানে এবং ছোট ছোট কিছু দৃশ্যে এ জুটিকে একসঙ্গে দেখা যায়।

Exit mobile version