Site icon Jamuna Television

লিবিয়ায় গোষ্ঠীগত বিবাদে নিহতের সংখ্যা বেড়ে ৩২

দুই সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় লিবিয়ার ত্রিপোলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। শনিবারের (২৮ আগস্ট) এ ঘটনায় এখনও থমথমে ত্রিপোলি। বিভিন্ন স্থানে থেমে থেমে চলছে সংঘর্ষ। গোলাগুলির পাশাপাশি আগুনও জ্বলতে দেখা যায় অনেক যায়গায়। খবর রয়টার্সের।

এদিকে যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার ঘোষণা দিয়েছেন দেশটির ত্রিপোলিভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দেইবাহ। জাতিসংঘের লিবিয়া মিশন জানিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জনবহুল আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি হাসপাতাল। সরিয়ে নেয়া হচ্ছে শহরের বাসিন্দাদের।

সম্প্রতি পূর্বাঞ্চলভিত্তিক পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে ফাথি বাশাঘার নাম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনইউ সরকারের প্রধানমন্ত্রী দেইবাহকে রাজধানী ছাড়তে হুমকি দেন তিনি। এরপর থেকেই বিবাদ চলছে ২ পক্ষে।

এটিএম/

Exit mobile version