Site icon Jamuna Television

শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁও রেললাইন থেকে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মৃতদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে তার মরদেহ পাওয়া যায়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী ছিলেন

ঘটনাস্থল থেকে সুমন জাহিদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘সুমন জাহিদের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।’ ময়নাতদন্তের জন্য সুমন জাহিদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

সুমন জাহিদ ফারমার্স ব্যাংকের কাকরাইল ব্রাঞ্চের সেকেন্ড অফিসার ছিলেন। বাসা উত্তর শাজাহানপুরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ছিলেন তিনি।

Exit mobile version