Site icon Jamuna Television

বগুড়ায় ভ্যানচালককে কুপিয়ে-রগ কেটে হত্যা, ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

বগুড়া ব্যুরো:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হারুন ফকির (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার করমজী গুনাহার সড়কের পাশে একটি ধানেক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, ভ্যান ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। নিহত হারুন ইসলামপুর বড়বাড়িয়া এলাকার মৃত মঈন ফকিরের ছেলে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত ভ্যান চালকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাকে পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেয়া হয়েছে। তার ব্যবহৃত ভ্যান ঘটনাস্থলের কিছু দূরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, আমাদের ধারণা পূর্ব শত্রুতা অথবা ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।

এটিএম/

Exit mobile version