Site icon Jamuna Television

একযোগে কাজে নেমেছেন মৌলভীবাজারের ৯২ বাগানের চা শ্রমিকরা

একযোগে কাজে নেমেছেন মৌলভীবাজারের ৯২টি চা বাগানের শ্রমিকরা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১৭০ টাকা মজুরি নির্ধারণের পর মজুরি নিয়ে জটিলতা নিরসন হওয়ায় গতকালই কাজে নামেন তারা। তবে চা বাগানের সাপ্তাহিক ছুটি থাকায় ঘরে ছিলেন অনেকে।

সোমবার (২৯ আগস্ট) সকালে চা শ্রমিকরা দল বেঁধে কাজে যোগ দেন। এতে আগের মতো কর্মচঞ্চল হয়ে উঠেছে বাগানগুলো।

এর আগে মজুরি বৃদ্ধির দাবিতে ১৯ দিন চা শ্রমিকরা কর্মবিরতিতে থাকায় বন্ধ ছিলো চা বাগানগুলো। শনিবার বিকেলে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। জানানো হয় আনুপাতিক হারে বাড়বে বাকি সুযোগ-সুবিধাও।

/এডব্লিউ

Exit mobile version