Site icon Jamuna Television

দুই-এক দিনের মধ্যে সমন্বয় করা হবে জ্বালানি তেলের দাম: নসরুল হামিদ

দুই-এক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, আমদানিতে কর ৫ শতাংশ কমানোয় জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। ১৫০ ডলারের ওপরে উঠেছে। সেক্ষেত্রে কতটা সমন্বয় করা হবে এর সিদ্ধান্ত এখনও হয়নি। বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির বিষয়টিও মূল্য সমন্বয়ের ক্ষেত্রে প্রভাব ফেলবে।

এর আগে এদিন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ জানান, শুধুমাত্র ল্যাবে পরীক্ষার জন্য রাশিয়া থেকে খুবই অল্প পরিমাণ তেল আনা হয়েছে। এর সাথে আমদানির কোনো সম্পর্ক নেই।

/এমএন

Exit mobile version