Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে সারের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় সরকারের নির্দেশনা উপেক্ষা করে সারের দাম বেশি রাখায় দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

তিনি জানান, দুটি সারের দোকানে মনিটরিংকালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে। ইউরিয়া সারের বিক্রয় মূল্য প্রতি কেজি ২২ টাকা হলেও কৃষকদের কাছ থেকে প্রতি কেজিতে ৬-৮ টাকা বেশি নিচ্ছিল দোকান দুটি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ৩ হাজার এবং রাজিব অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএইচ/

Exit mobile version