Site icon Jamuna Television

দোনেৎস্কে ৫টি অঞ্চলে একযোগে মিসাইল হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দোনেৎস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভ জানায়, ৫টি অঞ্চলে একযোগে চলে এ ক্ষেপণাস্ত্র হামলা। এস-থ্রি হান্ড্রেড মিসাইল দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করেছে ইউক্রেন। খবর বার্তা সংস্থা এপির।

ইউক্রেন জানায়, এ হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও সরকারি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঝাপোরজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশেও মর্টার হামলা চালানো হয়। যদিও ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণের অভিযোগ করেছে মস্কো।

এদিকে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা অঞ্চল শিগগিরই নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

ইউএইচ/

Exit mobile version