Site icon Jamuna Television

রূপালী ব্যাংকের এমডি ও সিইও হলেন মোহাম্মদ জাহাঙ্গীর

রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়।

১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মোহাম্মদ জাহাঙ্গীর। নতুন পদে যোগ দেয়ার আগে তিনি রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ক্রেডিট কমিটির প্রধান, আন্তর্জাতিক বিভাগ, প্রশাসন বিভাগ, মানবসম্পদ বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ জাহাঙ্গীরের হাত ধরেই রূপালী ব্যাংক ম্যানুয়াল ব্যাংকিং থেকে আধুনিক কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

/এমএন

Exit mobile version