Site icon Jamuna Television

অগ্রণী ব্যাংকে এমডি ও সিইও হিসেবে যোগ দিয়েছেন মুরশেদুল কবীর

অগ্রণী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. মুরশেদুল কবীর। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়।

মো. মুরশেদুল কবীর ১৯৮৮ সালে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিন বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

/এমএন

Exit mobile version