Site icon Jamuna Television

মাঝ আকাশে বিমানের ককপিটে দুই পাইলটের মারামারি, বহিষ্কার এয়ার ফ্রান্সের পাইলট

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে প্লেনের ককপিটে বসেই মারামারিতে জড়িয়েছেন এয়ার ফ্রান্সের দুই পাইলট। জুনে জেনেভা থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। এর জেরে তাদের দু’জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এর পাইলট ও কো-পাইলট। একপর্যায়ে একে অপরের শার্টের কলার ধরে মারামারি শুরু করেন তারা।

কেবিন ক্রুদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মারামারি থামে। তবে আবার যেন ঝামেলা না হয়, তার জন্য একজন কেবিন ক্রু পুরোটা পথ পাইলটদের সাথে ককপিটেই ছিলেন।

রোববার (১৮ আগস্ট) এয়ার ফ্রান্সের এক কর্মকর্তা জানিয়েছেন, পাইলটদের মারামারি সত্ত্বেও ফ্লাইটটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

/এনএএস

Exit mobile version