ছবি: সংগৃহীত
তুরস্কের একটি যুদ্ধবিমানকে গ্রিসের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা টার্গেট করায় উত্তেজনা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে। খবর আলজাজিরার।
আঙ্কারার দাবি, আন্তর্জাতিক আকাশসীমায় পর্যবেক্ষণ মিশনে ছিল তুর্কি ফাইটার জেট।ভূমধ্যসাগরের আন্তর্জাতিক সীমানায় নিয়মিত টহলে ছিল তুরস্কের একটি এফ-১৬ ফাইটার জেট। এ সময় বিমানটিকে নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় আনে গ্রিস। ক্রিট আইল্যান্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিয়ে বিমানটিকে টার্গেট হিসেবে চিহ্নিত করে গ্রিসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ঘটনাকে বৈরী তৎপরতা হিসেবে আখ্যা দিয়েছে আঙ্কারা। পরে মিশন স্থগিত রেখেই ঘাঁটিতে ফিরে যায় বিমানটি।
এমন ঘটনায় ন্যাটোর দুই সদস্য দেশের মধ্যে নতুন করে উত্তেজনা লক্ষ্য করা গেছে। ন্যাটোর কাছে গ্রিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে আঙ্কারা। এমনকি গ্রিসের মিলিটারি অ্যাটাশেকে তলব করে।
তবে আঙ্কারার এই অভিযোগকে অস্বীকার করেছে গ্রিস প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, গ্রিসের এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম কখনো তুর্কি এফ-১৬ বিমানকে টার্গেট অথবা হয়রানি করেনি।
ইউএইচ/
Leave a reply