Site icon Jamuna Television

মায়ের হেনস্তাকারী মদ্যপকে পিটিয়ে হত্যা করলো যুবক

ছবি: সংগৃহীত।

মাকে হত্যা করায় এক মদ্যপ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হত্যার পর ওই ব্যক্তির মরদেহ মায়ের পায়ের কাছে এনে ফেলেছিলেন তিনি। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আল্লিপুরম এলাকায়। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে প্রসাদ (২৩) নামের এই যুবককে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) শ্রীনু নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে প্রসাদের বিরুদ্ধে। শ্রীনু মদ্যপ হয়ে প্রায়ই প্রসাদের মাকে হেনস্তা করতেন। এ নিয়ে ছেলেকে জানালে শ্রীনুর ওপর ক্ষিপ্ত হন প্রসাদ। এরপরই ওইদিন রাতে শ্রীনু মদ্যপ থাকা অবস্থায় তাকে পিটিয়ে হত্যা করে প্রসাদ।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেখানে দেখা গেছে, শ্রীনুকে হত্যার পর তার মরদেহ রাস্তায় টানতে টানতে মায়ের সামনে এনে ফেলেন প্রসাদ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রসাদকে গ্রেফতার করা হয়েছে।

এসজেড/

Exit mobile version