Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ৭১ লাখ টাকা খরচ করে অমিতাভের মূর্তি বসালেন ভক্ত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন শহরে ৬০ লাখ রুপি (৭১ লাখ টাকা) খরচ করে অমিতাভ বচ্চনেরে মূর্তি বসিয়েছে ভারতীয় একটি পরিবার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

শনিবার (২৭ আগস্ট) পরিবারটির এক সদস্য গোপী শেঠ টুইটারে বিগ বি এর ওই মূর্তি শেয়ার করে লিখেছেন, আমরা এডিসনে আমাদের নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করেছি। বচ্চনের অনেক ভক্ত মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

গোপী শেঠ সংবাদমাধ্যমকে বলেন, অমিতাভ বচ্চন আমার কাছে ভগবানতুল্য। শুধু বড় পর্দায় তার চরিত্রগুলো নয়, তার বাস্তব জীবনও আমাকে অনুপ্রাণিত করে। তার জনসংযোগ করার পদ্ধতি, ভক্তদের প্রতি স্নেহময় আচরণ, সব কিছুই আমার ভালো লাগে। বলিউডের অন্য তারকাদের থেকে একদম আলাদা। এ জন্য নিজের বাড়িতে অমিতাভের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছি।’

অমিতাভ এই ঘটনার প্রতিক্রিয়ায় গোপীকে জানিয়েছেন, তিনি এত সম্মানের যোগ্য নন। তবে, মূর্তি বসানোর বিষয়ে কোনো আপত্তি করেননি বিগ বি।

/এনএএস

Exit mobile version