Site icon Jamuna Television

‘আর কতদিন কাণ্ডজ্ঞানহীন শটে আউট হবেন কোহলি-রোহিত?’

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে দলের প্রধান দুই ব্যাটার ভিরাট কোহলি ও রোহিত শর্মার উপর চটেছেন সাবেক ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার। তার প্রশ্ন, আর কতদিন দায়িত্বজ্ঞানহীন শটে আউট হবেন কোহলি-রোহিত!

এশিয়া কাপের পাকিস্তানের দেয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে লোকেশ রাহুল আউট হলেও দ্বিতীয় উইকেট জুটিতে দাঁড়িয়ে যান রোহিত-কোহলি। দলের অভিজ্ঞ দুই ব্যাটারের কাঁধেই ছিল বড় দায়িত্ব। তবে ভুল শট খেলে ৬ বলের ব্যবধানে দুজনেই নিজেদের উইকেট বিসর্জন দিয়ে আসেন।

ম্যাচ শেষে গাভাস্কার বলেন, কোহলি আর রোহিতের হাতে সুযোগ ছিল। ঐ সময় বড় শট খেলার কোনো দরকার ছিল না। তাদের আরও সাবধানে খেলা উচিত ছিল। মানুষ কোহলির ফর্ম নিয়ে কথা বলছে। আমার মনে হয়, সে ভাগ্যের সহায়তাও পাচ্ছে না। কিন্তু এই ম্যাচে সে ক্যাচ দিয়েও বেঁচে যায়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সে।

সুনীল গাভাস্কার আরও বলেন, কোহলি যেভাবে শুরু করেছিল তাতে ৭০-৮০ রান করা উচিত ছিল। উল্টো রোহিত আউট হওয়ার পরপরই সে একইভাবে আউট হয়। দু’জনই ভুলে যাওয়ার মতো শট খেলে আউট হয়েছে। আর যেখানে ওভারপিছু ১৯-২০ নয়, সেখানে এমন শট খেলার কোনো মানেই হয় না।

আরও পড়ুন: জাদেজাকে ৪’এ ব্যাট করতে দেখেই কি এলোমেলো পাকিস্তানের পরিকল্পনা?

/এম ই

Exit mobile version