Site icon Jamuna Television

নারীর পোশাক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নারীর পোশাক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, মীমাংসিত বিষয় নিয়ে একটি চিহ্নিত মহল জল ঘোলা করার চেষ্টা করছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন। বলেন, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী নারীর পোশাক নিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর মাধ্যমে তারা বাঙালির হাজার বছর সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে।

দীপু মনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে সবার পছন্দ অনুযায়ী পোশাক পরার অধিকার আছে। এ নিয়ে বাঙালি না মুসলমান প্রশ্ন করা হচ্ছে, এটা ঠিক না।

এ সময় তিনি জানিয়েছেন, অফিস সময়সূচি পরিবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সময়সূচি পরিবর্তন করা হবে না।

/এমএন

Exit mobile version