Site icon Jamuna Television

ষাঁড়ের শিং ধরতেই ফল পেলেন হাতে হাতে! (ভিডিও)

ছবি: সংগৃহীত

ষাঁড় নিয়ে মজা করার ফল হাড়ে হাড়ে টের পেলেন এক ব্যক্তি। রাস্তায় দাঁড়ানো একটি ষাঁড়কে অনেকক্ষণ ধরে উত্ত্যক্ত করছিলেন তিনি। একটা সময় দেখা যায়, ষাঁড়ের খুব কাছে দাঁড়িয়ে সেটির শিঙে হাত দিচ্ছেন। আর তারপরই যা হলো, তা দেখে শিউরে উঠবেন।

হঠাৎই ক্ষেপে যায় ষাঁড়টি। সামনে দাঁড়ানো লোকটিকে শিং দিয়ে মুখে গুঁতো মারতেই মাটিতে পড়ে যান তিনি। তার বুকে পা দিয়ে আঘাতও করতে দেখা যায় ষাঁড়টিকে। তারপরই সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ষাঁড়ের এই কাণ্ড দেখে সামনে দাঁড়ানো লোকজন এদিক ওদিক ছিটকে যেতে শুরু করে।

উল্লেখ্য, বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিডিওটি স্পেনের। সে দেশে ষাঁড়ের লড়াই একটি বৈধ খেলা। এই ঘটনাটি সেই খেলারই একটি অংশ ছিল বলে দাবি করা হয়েছে। ওই খেলার সময়ই এই ঘটনা ঘটে।

ইউএইচ/

Exit mobile version