Site icon Jamuna Television

নেটফ্লিক্সের সিনেমায় বাঁধন

খুফিয়ার পোস্টারে বাঁধন।

অবশেষে সামনে এলো নেটফ্লিক্সের জন্য নির্মিত বিশাক ভরদ্বাজের সিনেমা ‘খুফিয়া’র টিজার।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে প্রকাশিত হয়েছে নেটফ্লিক্সের জন্য নির্মিত বিশাল ভরদ্বাজের সিনেমা খুফিয়া’র টিজার। যেখানে অন্যান্য বলিউড তারকার দেখা গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও।

খুফিয়া’র শুটিংয়ে বিশাল ভরদ্বাজ ও টাবুর সাথে বাঁধন।

অমর ভূষণের বই ‘এসকেপ টু নো হোয়ার’ অবলম্বনে নেটফ্লিক্সের জন্য সিনেমা বানিয়েছেন বিশাল ভরদ্বাজ। গল্পের প্রয়োজনে বিশালের প্রয়োজন ছিল একজন বাংলাদেশী অভিনেত্রীর। সেই চরিত্রে আজমেরি হক বাঁধনকে বেছে নেন বিশাল।

জানা গেছে, জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের সূত্রেই বাঁধনের খোঁজ পেয়েছিলেন বিশাল ভরদ্বাজ। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রযোজক জেরেমি চুয়ার মাধ্যমে হয়েছিল যোগাযোগ। সিনেমার টিম বাঁধনের অডিশনও নিয়েছিল অনলাইনে৷ তারপরই ‘খুফিয়া’র জন্য চূড়ান্ত হয় তার নাম।

গত বছরের ১১ অক্টোবর থেকে শুরু হয়েছিল ‘খুফিয়া’র শুটিং। সেটিই আলোর মুখ দেখতে যাচ্ছে এবার। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী টাবু। বাঁধন ছাড়াও এতে আরও দেখা যাবে আলী ফজল, আশীষ বিদ্যার্থী এবং ওয়ামিকা গাব্বির মতো অভিনেতা-অভিনেত্রীদের।

/এসএইচ

Exit mobile version