Site icon Jamuna Television

মা, স্ত্রী ও তিন মেয়েকে গলাকেটে হত্যা! অভিযুক্ত গ্রেফতার

ছবি: সংগৃহীত

মা, স্ত্রী ও তিন মেয়ের গলাকেটে খুন করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৯ আগস্ট) এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের রানিপোখারি এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার

খবরে বলা হয়, খুনের অভিযোগে মহেশ কুমার (৪৭) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে আপনজনদের হত্যা করলেন তিনি, এ নিয়ে তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেহরাদুনের পুলিশ সুপার কমলেশ উপাধ্যায়।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি বেকার ছিলেন। তার এক ভাই বিদেশে কর্মরত। তার টাকাতেই সংসার চলতো। এই ঘটনার সময় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন মহেশের আরও এক মেয়ে। উত্তরপ্রদেশের বান্দা জেলায় আদি বাড়ি মহেশের। তার মা মানসিকভাবে অসুস্থ। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটলো, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version