পান-মসলা সংস্থার বিজ্ঞাপনের জন্য ৯ কোটি রুপির প্রস্তাব দেয়া হয়েছিল বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে পান মসলা মানব দেহের জন্য ক্ষতিকারক জেনে প্রস্তাবটি ফিরিয়ে দেন ‘ভুল ভুলাইয়া’ খ্যাত তারকা।
তিনি বলেন, যেসব অভিনেতা এ ধরনের বিজ্ঞাপনে কাজ করছেন, তাদের জানা দরকার যে তারা বেআইনি কাজের অংশ হচ্ছেন। এমন সচেতনতায় ভক্তদের প্রশংসায় ভাসছেন এ অভিনেতা।
ভক্তদের পাশাপাশি ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপারসন ও প্রযোজক পহলাজ নিহালানিও তার এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
এর আগে, ওই বিশেষ কোম্পানির পানমশলার বিজ্ঞাপনে অজয় দেবগান, শাহরুখ খানসহ অনেক জনপ্রিয় বলিউড তারকাকে দেখা গেছে। তবে এদের মধ্যে বিপাকে পড়েছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ভক্তদের সমালোচনার মুখে শেষমেশ ক্ষমা চেয়ে সেই পান-মসলা সংস্থার প্রচারদূতের ভূমিকা থেকে সরে যান তিনি।
/এসএইচ

