Site icon Jamuna Television

মধ্যরাতে কারওয়ান বাজারে ভোক্তা অধিদফতরের বিশেষ অভিযান

মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে সবজি বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে বেশ কিছু পাইকারি দোকানে সবজি কেনার কাগজপত্র তল্লাশি করে কারো কাছেই ক্রয় বা বিক্রয় মূল্যের রশিদ পাননি তারা।

বিক্রেতাদের দাবি, পাইকারি মূল্যের সবজি দ্বিগুণ মূল্যে বিক্রি করা হয় বলে রশিদ নিতে আগ্রহী নন খুচরা বিক্রেতারা। খুচরা ও পাইকারি বাজারে অভিযান জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট বাজার কমিটির সাথে শীঘ্রই বৈঠকে বসা হবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।

/এডব্লিউ

Exit mobile version