Site icon Jamuna Television

পাকিস্তানের তিন ভাগের একভাগ এলাকাই বন্যায় প্লাবিত

পাকিস্তানের এক তৃতীয়াংশ অঞ্চল এখন পানির নিচে। সোমবার (২৯ আগস্ট) দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী জানিয়েছেন এ তথ্য। ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৫ জনের। বিধ্বংসী বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও শস্য। এক বিবৃতিতে জলবায়ু মন্ত্রী শেরি রেহমান বলেন, একটি সমুদ্রে পরিণত হয়েছে বন্যাদুর্গত এলাকা। পানি সেচে ফেলার জন্য কোনো শুকনো ভূমিও নেই। এ পরিস্থিতিকে অকল্পনীয় সংকট হিসেবে আখ্যা দেন তিনি।

পাকিস্তানে এক দশকের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে এবারের গ্রীষ্মে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, মৃতদের এক তৃতীয়াংশ শিশু। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৩ লাখের বেশি মানুষ। সবকটি সেতু ভেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরাঞ্চলীয় সোয়াত উপত্যকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির।আন্ত

/এডব্লিউ

Exit mobile version