Site icon Jamuna Television

আয়াক্স থেকে ম্যান ইউতে যোগ দিচ্ছেন ব্রাজিলের অ্যান্হনি

আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ডেরায় ভিড়তে যাচ্ছেন অ্যান্থনি। ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে পেতে ইংলিশ ক্লাবটির খরচ হচ্ছে ৮ কোটি সাড়ে ৭ পাউন্ড। এছাড়া বিভিন্ন ফি বাবদ অ্যান্থনি পাবেন আরও ৪২ লাখ ২৫ হাজার পাউন্ড।

গ্রীষ্মকালীন দলবদলে পঞ্চম ফুটবলার হিসেবে ম্যান ইউতে অন্তর্ভুক্তি হচ্ছে অ্যান্থনির। মেডিকেল ও চুক্তির আনুষ্ঠানিকতা সারতে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) ম্যানচেস্টারে পৌঁছানোর কথা রয়েছে তার। চুক্তি সম্পন্ন হলে ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরির সঙ্গে যৌথভাবে ইউনাইটেডের দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হবেন ২২ বছর বয়সী এই উইঙ্গার।

/এমএন

Exit mobile version