Site icon Jamuna Television

পুত্রবধূর গায়ে অ্যাসিড ঢেলে দিয়ে গ্রেফতার শ্বশুর ও শাশুড়ি

লালমনিরহাটের হাতীবান্ধায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার ৪৫ দিন পর সোমবার (২৯ আগস্ট) রাতে জামালপুর থেকে তাদের গ্রেফতারের পর হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম। গ্রেফতারকৃতরা হলেন, গেন্দুকুড়ি এলাকার আতোয়ার রহমান ও তার স্ত্রী হামিদা বেগম।

নির্যাতিতা গৃহবধূ মাহমুদা বেগম জানান, বিয়ের পর থেকেই শ্বশুর ও শাশুড়ি মাহমুদা বেগমকে অকারণে নির্যাতনসহ ছেলের মাধ্যমে তালাকের হুমকি দিয়ে আসছিল। গত ১৪ জুলাই তার স্বামী ঢাকায় ছিলেন। ঝগড়ার এক পর্যায়ে তার গায়ে অ্যাসিড ঢেলে দেন আতোয়ার ও হামিদা। এরপর এ বিষয়ে মামলা করেন মাহমুদার বাবা আব্দুল মালেক।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত দুজন।

/এডব্লিউ

Exit mobile version