Site icon Jamuna Television

কথা কাটাকাটি নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত মানুষ। দুপুরে উপজেলার উচালিয়া পাড়া ও তেরকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, বুধবার বিকেলে উচালিয়া পাড়ার ইউপি সদস্য সায়েদ মিয়া এবং তেরকান্দা গ্রামের ইউপি সদস্য ফজলু মিয়ার ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিও হয়। এরই জের ধরে আজ দুপুরে দুই গ্রামের কয়েকশ লোক দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় আহত হয় উভয়পক্ষের অর্ধশত মানুষ। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version