Site icon Jamuna Television

এবার বিদেশি সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া শুরু করছে রাশিয়া

এবার বিদেশি সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া শুরু করতে চলেছে রাশিয়া। যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সৈন্যরা দেশটিতে পৌঁছেছে। রয়টার্সের খবরে জানানো হয়েছে এমন তথ্য।

চীন, ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া এবং সিরিয়ার সামরিক বাহিনী অংশ নিচ্ছে এ যুদ্ধ প্রশিক্ষণে। ইউক্রেন ইস্যুতে মস্কো ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর মধ্যে উত্তেজনার মধ্যেই এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ায় এউ মহড়া চলবে ৭ দিন। মহড়াটি ওখতস্ক সাগর ও জাপান সাগরের জলসীমার পাশাপাশি রাশিয়ার পূর্বাঞ্চলের সাতটি সামরিক প্রশিক্ষণ এলাকাজুড়ে চালানো হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৫০ হাজারেরও বেশি সেনা সদস্য অংশ নেবে এতে। এর পাশাপাশি থাকবে দেড়শ যুদ্ধবিমান এবং ৬০টি জাহাজ।

/এডব্লিউ

Exit mobile version