Site icon Jamuna Television

সাহস দেখিয়ে খাঁচায় ঢোকামাত্রই মা সিংহটি কামড়ে ধরলো ঘাড়ে

দুঃসাহস দেখিয়ে চেষ্টা করেছিলেন সিংহের কাছাকাছি যাওয়ার। আর তাতে প্রাণীটির কামড়েই মৃত্যু হলো তার। এমন ঘটনা হয়েছে ঘানার একটি চিড়িয়াখানায়। বিবিসির খবর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিংহের খাঁচার সামনে এসে মজা করছিলেন এক দর্শনার্থী। ভেতরে ছিল এক সিংহী ও দুটি শাবক। নেটের বেড়া বেয়ে উপরে উঠতে থাকেন ওই ব্যক্তি। প্রহরীরা ছুটে আসার আগেই প্রবেশ করেন খাঁচার ভেতরে। এসময় রেগেমেগে তার ঘাড়ে কামড় দেয় মা সিংহটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

নিছক মজা, সাহস প্রদর্শন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তির তা অবশ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

/এডব্লিউ

Exit mobile version