Site icon Jamuna Television

কেরাণীগঞ্জে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের দগ্ধ ৬

ছবি: সংগৃহীত

কেরাণীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে সাতটায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মোছা. বেগম, মারিয়ম, সনিয়া, মো. ইয়াসিন, মো. সাহাদাত ও ইদুনী বেগম। এর মধ্যে বেগম, সনিয়া, মারিয়ম, মা-মেয়ে-নাতনী। আগুনের পর তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে প্রতিবেশীরা।

কেরানীগঞ্জে দগ্ধরা সবাই আশংকাজনক। গড়ে সবার শরীর ৬০ ভাগ পুড়ে গেছে। তাদের একজন আইসিইউতে রয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চুলায় আগুন জ্বালাতেই লিকেজ থেকে আগুন লেগে যায়। গত সপ্তাহে এই লিকেজ থেকে আগুন লাগে। বাড়িওয়ালাকে ঠিক করতে বলার পরও তিনি ঠিক করেননি।

ইউএইচ/

Exit mobile version