Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে মেয়েকে ধর্ষণ, অভিযোগ জানাতে গিয়ে পুলিশ কর্মকর্তার ধর্ষণের শিকার মা!

ছবি: সংগৃহীত

মেয়েকে ধর্ষণ করা হয়েছে, পুলিশে এমন অভিযোগ জানাতে গিয়ে তদন্তকারী কর্মকর্তার হাতেই ধর্ষণের শিকার হয়েছেন এক মা। ভারতের উত্তরপ্রদেশের কনৌজ জেলায় এই ঘটনায় অনুপ মৌর্য নামে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তার মা। যে ইনস্পেক্টর এই ঘটনা সামলাচ্ছিলেন, তিনিই তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। ইতোমধ্যেই অনুপ মৌর্য নামে অভিযুক্ত ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। তাকে গ্রেফতারও করা হয়েছে।

ওই নারীর অভিযোগ, গত ২৮ আগস্ট ওই পুলিশকর্মী তার বাড়ির কাছে একটি পেট্রোল পাম্পের সামনে দেখা করতে বলেন তাকে। সেই মতো ঘটনাস্থলে যান তিনি। তারপর তাকে নিজের বাসায় নিয়ে যান পুলিশকর্মী। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত ওই ইনস্পেক্টরের দাবি, তিনি কিছু নথিপত্রে সই করানোর জন্য ওই নারীকে বাসায় নিয়ে গিয়েছিলেন।

কনৌজের পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ বলেছেন, প্রাথমিকভাবে এই অভিযোগ ঠিক বলে মনে করা হচ্ছে। ইনস্পেক্টরকে সাসপেন্ড ও গ্রেফতার করা হয়েছে। তিনি জেল হেফাজতে রয়েছেন।

ইউএইচ/

Exit mobile version